ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

একই পন্থায় ঢাকা ফিরছে মানুষ

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি : আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ জুলাই ২০২২ , ০৬:৪৩ পিএম


loading/img

প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কষ্ট আর দুর্ভোগের মধ্য দিয়ে যে পন্থায় ঘরমুখী হয়েছিল মানুষ, ঠিক একই পন্থায় ঢাকা ফিরছে তারা। কম ভাড়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে খোলা ট্রাক ও পিকআপভ্যানে কর্মস্থলে ফিরছে লোকজন। যাদের অধিকাংশই নিম্ন আয়ের ও গার্মেন্টস কর্মী। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে সড়কের হাতিয়া, জোকারচর ও এলেঙ্গায় গিয়ে দেখা গেছে, খোলা ট্রাক ও পিকআপভ্যানে ঢাকায় ফিরছে মানুষ। বাসে যেখানে যেতে তিন থেকে চারগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে, সেই জায়গায় ট্রাক ও পিকআপভ্যানে অধিকতর কম ভাড়ায় গন্তব্যে যেতে পারছে লোকজন। প্রচণ্ড গরমে খোলা ট্রাকে শিশু ও বয়স্কদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

জোকারচর এলাকায় কথা হয় গার্মেন্টস কর্মী সোমলা বেগমের সঙ্গে। তিনি জানান, রংপুর থেকে বাসে ১৫০০ টাকা ভাড়া চেয়েছিল। তাই বাসে না উঠে ৬০০ টাকা করে ট্রাকে যাচ্ছি। তিনজনে ১৮০০ টাকা ভাড়া দিতে হচ্ছে। যানজটের কারণে শিশুদের নিয়ে খুব কষ্ট হচ্ছে। 

নাটোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া আরেক যাত্রী আশরাফুল ইসলাম জানান, ভাড়া একটু কম পাওয়ায় ট্রাকেই যাচ্ছি। বাসে তিনগুণ বেশি ভাড়া চেয়েছিল। সেতু পার হয়ে যানজটে আটকা পড়েছি। দীর্ঘ যানজট ও রোদের প্রখরতায় অনেক বেশি কষ্ট হচ্ছে। 

এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সড়কের কালিহাতির উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু এলাকায় আমবোঝাই ট্রাক উল্টে গিয়ে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং ঢাকামুখী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়।  

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আতাউর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু এলাকার তিন নম্বর ব্রিজের কাছে ট্রাক উল্টে যাওয়া এবং ঢাকাগামী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। যানজট নিরসনে মহাসড়কে কাজ করছে পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |