ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ধর্ম অবমাননার অভিযোগে সেই তরুণ গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৭ জুলাই ২০২২ , ১১:৫০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়া এলাকায় মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আকাশ সাহাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ জুলাই) রাতে খুলনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আকাশ সাহা লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার অশোক সাহার ছেলে। এর আগে পুলিশ শুক্রবার আকাশ সাহার বাবা অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন রোববার সকালে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আকাশ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে।

এদিকে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে ওইদিন সন্ধ্যার পর স্থানীয় একটি মন্দির ও দিঘলিয়া বাজারের চার থেকে পাঁচটি দোকান ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনা গতকাল শনিবার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মর্ত্তুজা ওই এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা এবং মন্দিরের মেরামতের তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণ সহ-অবস্থানের আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |