ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আবারও ৩ নবজাতকের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৮ জুলাই ২০২২ , ০৫:১৯ পিএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের সাদিনা বেগম (৩২)। পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।

বিজ্ঞাপন

সোমবার (১৮ জুলাই) দুপুরে পৌর শহরের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। সাদিনা বেগম উপজেলার টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।

বিজ্ঞাপন

আরটিভি নিউজকে নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা ইমার উদ্দিন কায়েস বলেন, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়। মা ও সন্তানেরা সুস্থ আছে। তবে নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুরে রেফার্ড করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |