ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাইয়ের সন্তানকে খুন, দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ , ০৭:৪২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে শারীরিক প্রতিবন্ধী শিশু চায়না খাতুনকে (১১) হত্যার দায়ে তার চাচাসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার বেলকুচি উপজেলার ছোট বেড়া গ্রামের আমজাদ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য আকবর আলী (৪৪) ও একই গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন (৩৩)।

বিজ্ঞাপন

মামলার এজহার সূত্রে জানা গেছে, সাদ্দামের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিল। সাদ্দাম চাচাতো ভাইদের শায়েস্তা করার জন্য বড় ভাইয়ের মেয়ে চায়নাকে হত্যার পরিকল্পনা করেন। এ কাজে তাকে সহযোগিতা করে স্থানীয় ইউপি সদস্য আকবর আলী। 

এদিকে ২০১৭ সালের ২৫ ডিসেম্বর বিকেলে চায়না খাতুন সাদ্দাম হোসেনের বাড়িতে বেড়াতে যায়। রাতের খাবার শেষে চায়না ঘুমিয়ে পড়ে। পরে সাদ্দাম হোসেন চায়নাকে ঘুমন্ত অবস্থায় বাড়ির বাইরে এনে গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে সাদ্দাম হোসেন ও আকবর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আব্দুর রহমান জানান, এ হত্যাকাণ্ডে দুজন হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালত এ রায় দেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |