ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে হেঁটে অফিসে গেলেন মেয়র 

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ জুলাই ২০২২ , ১২:৩৪ পিএম


loading/img

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনায় ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন মোংলা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার (২০ জুলাই) সকালে বাড়ি থেকে হেটে অফিসে গিয়েছেন পৌরসভার মেয়রসহ সকল কর্মকর্তা কর্মচারীরা। 

মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান বলেন, পৌর কাউন্সিল ও কর্মকর্তা-কর্মচারীরাও মোটরসাইকেল ব্যবহার না করে বাইসাইকেল ও ভ্যানে যাতায়াত করবেন। এ সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর করা হবে। জ্বালানি সাশ্রয়ের জন্য আজ থেকে আমি আমার পাজেরো গাড়িতে চড়ব না। হেঁটে বাড়ি থেকে অফিসে যাওয়া-আসা করব। পৌর শহরের মধ্যে দূরের পথে ভ্যানে যাতায়াত করব। পৌরসভার এসি বন্ধ রেখে ও লাইট কম জ্বালিয়ে অফিস পরিচালনার জন্য কর্মকর্তা-কর্মচারীদের বলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ সকালে আমি হেঁটে ও কাউন্সিলররা বাইসাইকেল এবং ভ্যানে করে অফিসে এসেছেন। মূলত বিদ্যুৎ ও জ্বালানি তেলের সাশ্রয়ে সরকারের বিধিনিষেধ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পৌরবাসীকে বাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |