• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

মোটরসাইকেল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জুলাই ২০২২, ১০:৫৯
মোটরসাইকেল কিনে না দেয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
হানিফ পালোয়ান। ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ফেসবুক স্ট্যাটাস ও লাইভে এসে হানিফ পালোয়ান (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। হানিফ সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

বুধবার (২০ জুলাই) রাতে সরিষাবাড়ী পৌরসভার উপজেলা চত্বর কলোনিতে এ ঘটনা ঘটে।

হানিফ উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের সাহের পালোয়ানের ছেলে।

New-Project-6

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, হানিফ বাইক নিয়ে বিভিন্ন সময় স্টান্ট করত। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ফেসবুকে হানিফের বাইক স্টান্টের ভিডিও খুঁজে পাওয়া যায়। ছোট থেকেই মোটরসাইকেলের প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। পুরাতন একটি মোটরসাইকেল পরিবারের পক্ষ থেকে কিনেও দেওয়া হয়েছিল। কিন্তু তার শখ ছিল নতুন একটি মোটরসাইকেলের। টাকাও জোগাড়ের চেষ্টা চলছিল। কিন্তু বুধবার রাত আনুমানিক ১০টায় ফেসবুকে স্ট্যাটাস ও লাইভে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সে। পরে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ উপপরিদর্শক মুর্শেদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সহযোগিতা চাইলেন হিমি
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
স্ত্রী বাড়ি না ফেরায় ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, অতঃপর...
জামালপুরের সেই যুবদল নেতাকে শোকজ