একটি চাকরির পরীক্ষা দেওয়ার কথা ছিল ইডেন মহিলা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী সালমার। আগামীকাল (২২ জুলাই) পরীক্ষা অনুষ্ঠিত হবে গতকাল বুধবার বিকেলে ঈদের ছুটি শেষে ভোলার চরফ্যাশন থেকে লঞ্চযোগে রওনা করেন তিনি।
বৃহস্পতিবার ভোরে যথারীতি লঞ্চ থেকে নেমে কলেজের দিকে রিকশায় করে রওনা করেন উম্মে সালমা।
তার রিকশা ঢাকার বংশাল এলাকায় গেলে চালক স্পিড ব্রেকারে জোরে ব্রেক করলে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে চাচাতো ভাই হাসানও ছিলেন।
নিহত উম্মে সালমা (২৪) ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়ন ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম কিবরিয়ার মেয়ে। সালমা ইডেন মহিলা কলেজের মাস্টার্সের ছাত্রী। সালমার নিহত হওয়ার খবরে গ্রামের বাড়ি চরফ্যাশনে চলছে শোকের মাতম।
সালমার চাচাতো ভাই হাসান জানান, ঈদের ছুটি শেষে চাচাতো বোন সালমা চরফ্যাশন থেকে লঞ্চযোগে ঢাকার সদরঘাটে এসে নেমে ভোরে রিকশায় করে ইডেন মহিলা কলেজে যাচ্ছিল। পথে বংশাল এলাকার ফায়ার সার্ভিস অফিসের একটু আগে রিকশা জোরে ব্রেক করলে সালমা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।