ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ : নৌ প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

রোববার, ২৪ জুলাই ২০২২ , ০৮:৩৪ পিএম


loading/img

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগিয়ে চলছি। আমরা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গর্বের পদ্মা সেতু নির্মাণ করেছি। আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

বিজ্ঞাপন

রোববার (২৪ জুলাই) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বিরল উপজেলাতে চাহিদার তুলনায় উদ্বৃত্ত মৎস্য উৎপাদন করছি। বিশ্বে মিঠা পানির মৎস্য উৎপাদনে আমাদের যে অর্জন তা সম্ভব হয়েছে সঠিক পরিকল্পনা গ্রহণের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব আমরা এগিয়ে চলেছি।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ মো. সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, অফিসার ইনচার্জ মো. ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মো. আখতারুজ্জামান প্রমুখ। 

এর আগে প্রতিমন্ত্রী রাণীপুকুর ইউনিয়নের মুল্লুক দেওয়ান পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

প্রতিমন্ত্রী সকালে বিরল উপজেলার জামতলী হতে তারগাঁও ইউপি হেডকোয়াটার (বগদইড় হাট) ভায়া উত্তর গোবিন্দপুর পর্যন্ত রাস্তা, ধামইর ইউপি হেডকোয়ার্টার হতে তারগাঁও ইউপি হেড কোয়ার্টার পর্যন্ত রাস্তা, রামপুর হতে নেহাগ্রাম কুবের দোকান পর্যন্ত রাস্তা, কাশিডাঙ্গা সিজি হতে মঙ্গলপুর জিসি ভায়া মিলডাঙ্গা বাজার পর্যন্ত রাস্তা, ধামইর ইউপি অফিস হতে কাশিডাঙ্গা জিসি পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী পরে বিরল উপজেলার বুনিয়াদপুরে বন বিভাগ কর্তৃক তুলাই নদীর ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বুনিয়াদপুর সিনিয়র মাদরাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |