ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৭ জুলাই ২০২২ , ০৮:৪২ এএম


loading/img
ম্যাপ

টাঙ্গাইলে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। এ ঘটনায় আতিক নামে (২৬) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আতিক সদর উপজেলার দুলুটিয়া গ্রামের আকবর মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় প্রেমিক আতিকসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি কর অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সোমবার দুপুরে ওই কলেজ ছাত্রী তার প্রেমিকের সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকায় বেড়াতে যায়। গোসাই জোয়াইর স্কুল মাঠে প্রেমিকসহ তার বন্ধু মি‌লে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই রাতে একই এলাকার নদীর পাড়ে নিয়ে দ্বিতীয় দফা ধর্ষণ করে।

এ সময় স্থানীয়রা টের পেয়ে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের ঘটনায় জড়িতের অভিযোগে সোমবার রাতে গোসাই জোয়াইর গ্রা‌মের জাকির, শওকত আলী ও আব্দুল খালেক মন্ডলকে আটক করে পু‌লিশ। পরে ওই তিন ব্যক্তিকে পুলিশ ছেড়ে দেয়।

আতিকের প‌রিবা‌র জানায়, সমস্ত দায় আতিকের উপর চাপা‌নো হ‌চ্ছে। যা‌দের আটক করা হ‌য়ে‌ছিল তারাও জ‌ড়িত এই কা‌জে। অথচ তা‌দের ছে‌ড়ে দেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে যে‌হেতু ঘটনা ঘ‌টে‌ছে তাই প‌রিবার থে‌কে সিদ্ধান্ত নেয়া হ‌য়ে‌ছে আতিকের সঙ্গে ধ‌র্ষিত ক‌লেজ ছাত্রীর বি‌য়ে দেয়ার উদ্যোগ নেওয়া হ‌চ্ছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, রাতে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযোগের পর প্রেমিক আতিককে আটক করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |