ঝালকাঠির রাজাপুরে পান্তা ভাত (পানি ভাত) খেতে দেওয়ায় ১৪ বছর বয়সী স্বর্ণা আক্তার নামে এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১১টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মানকি গুচ্ছ গ্রামে কিশোরীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঐ কিশোরী স্বর্ণা মানকি গুচ্ছ গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও কিশোরীর মা মাকসুদা বেগম জানায়, মাকসুদার তিনটি মেয়ে। বড় মেয়ে শ্বশুরবাড়ি থাকে। মেঝ মেয়ে স্বর্ণা কিছুটা বুদ্ধিহীন। ঘটনা দিন বৃহস্পতিবার স্বর্ণা তার মায়ের কাছে সকালের নাস্তা খেতে চায়। এ সময় মেয়ে স্বর্ণাকে পানি ভাত (পান্তা ভাত) খেয়ে দিয়ে তার মা মাকসুদা বেগম ছোট মেয়ে লিনাকে নিয়ে স্কুলে চলে যায়। স্কুল থেকে মাকসুদা বাড়ি ফিরে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়না গলায় জড়িয়ে ফাঁস লাগানো অবস্থায় স্বর্ণাকে ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা স্বর্ণাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বর্ণার মরদেহ থানায় নিয়ে আসে। স্বর্ণার মায়ের দাবি তার মেয়েকে পান্তা ভাত থেকে দেওয়ায় সে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন সে।
রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, কিশোরীর মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তে জন্য ঝালকাঠি পাঠানো হয়েছে।