নির্বাচনি সহিংসতায় নিহত শিশুর দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত শিশু সুরাইয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজের ইমামিত করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম।
জানাজা ও দাফন কার্য শেষে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, নিহত শিশুটির ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের পর তার দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল গণনা শেষে দুপক্ষের উত্তেজনার জেরে সৃষ্ট সহিংসতার ঘটনায় পুলিশের গুলিতে সুরাইয়া আক্তারের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি মীরডাঙ্গী গ্রামের ফেরিওয়ালা বাদশা ও মিনারা বেগমের তৃতীয় সন্তান।
মন্তব্য করুন