ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মাইক্রোবাসকে এক কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি : ফায়ার সার্ভিস

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ জুলাই ২০২২ , ০৫:১৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ কথা জানান। 

তিনি বলেন, মহানগর প্রভাতী নামে ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসে ১৪ জন আরোহী ছিল। তারা পর্যটক বলে জানা গেছে। দুর্ঘটনার সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের মিরসরাই ও সীতাকুণ্ডের ২টি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। নিয়োজিত করা হয় ৩টি অ্যাম্বুলেন্স। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করেছে। এদের মধ্যে ১১ জন নিহত, একজন আহত ও বাকি দুজন সুস্থ আছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |