ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

অস্ত্রসহ নৌকা প্রার্থীর ছেলে আটক

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩১ জুলাই ২০২২ , ০১:৩৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মাইক্রোবাস থেকে দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে হাসিব আহমেদসহ ১০ জনকে আটক করা হয়। গতকাল শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বলেন, একটি মাইক্রোবাস কবিরপুর নতুন ব্রিজ হয়ে উপজেলা শহরের দিকে আসছিল। সন্দেহ হলে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ১০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, একটি সেভেন গিয়ার, তিনটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, দুটি স্টিলের লাঠি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, যেহেতু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে, এ জন্য তাদের কারাদণ্ড না দিয়ে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে নির্বাচনকে ঘিরে রাতে কোনো সহিংসতামূলক কর্মকাণ্ডের জন্য এগুলো বহন করছিল। তবে এর মধ্যে প্রার্থীর ছেলে আছে কি না, আমার জানা নেই।

বিজ্ঞাপন

এদিকে নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম হাকিম আহমেদ বলেন, যে গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১১ জনকে আটকের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে আমার ছেলে হাসিব ছিল। তবে তাদের কাছে কোনো মাদক বা অস্ত্র পাওয়া যায়নি। তারা কেউই আটক হয়নি, এটা নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেট যাদের আটক করে থানায় সোপর্দ করেছেন তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |