ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

অতিরিক্ত ভাড়া আদায়ে ৩ পরিবহনকে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ আগস্ট ২০২২ , ০৪:১৮ পিএম


loading/img

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে পরিবহন ভাড়া। সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ে তিন পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

রোববার (৭ আগস্ট) দুপুরে শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ আদেশ দেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই। এ সময় শরীয়তপুর পরিবহন ২৫ হাজার, শরীয়তপুর সুপার সার্ভিস ২৫ হাজার ও শরীয়তপুর ট্রান্সপোর্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও মনদীপ ঘরাই বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শরীয়তপুর থেকে ঢাকা ৫২ সিটের পরিবহনে জনপ্রতি ২০১ টাকা। আর ৪০ সিটের পরিবহনে জনপ্রতি ২৫৭ টাকা। কিন্তু ৫২ সিটে জনপ্রতি ২০১ টাকা ভাড়া হলেও সেখানে ৪০ সিটের ভাড়া দেখিয়ে জনপ্রতি ২৫৭ টাকা ভাড়া নেয়া হচ্ছে।  এ কারণে তিন পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |