ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ভাতিজার কিল-ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৫ আগস্ট ২০২২ , ০২:৩৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভাজিতার কিল-ঘুষিতে খায়ের মিয়া (৩৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারে এ ঘটনা ঘটে। খায়ের মিয়া ওই এলাকার আবুল কালামের ছেলে। 

বিজ্ঞাপন

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, খায়ের মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই মান্নাফ মিয়ার ছেলে রফিক মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির জমি বণ্টন নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে কুড়িঘর বাজারের একটি দোকানে দুজন চা খাচ্ছিলেন। একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে রফিক মিয়া খায়েরকে কিল-ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খায়েরকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |