ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২২ আগস্ট ২০২২ , ০২:০৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নেত্রকোণার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের জারিয়া এলাকায় বালুবাহী একটি ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (২২ আগস্ট) দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য  নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ সোমবার দুপুরে মোটরসাইকেলের দুই আরোহী দুর্গাপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের পেছন পেছন যাচ্ছিল বালুবহনকারী ট্রাক। পরে জারিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেমে মরদে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রাকটি আটক করেছেন স্থানীয়রা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |