বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। আর তা না হলে আন্দোলনের মাধ্যমে সহায়ক সরকারের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে।
বুধবার সকালে খুলনা জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব আরো বলেন, বাংলাদেশকে তারা উন্নয়নের রোল মডেল বলছে, কিন্তু বাংলাদেশ উন্নয়নের রোল মডেল নয়। বন্দুকের জোরে ক্ষমতায় থাকার রোল মডেল।
অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে বক্তব্য দেন, মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি।
গেলো ১ জুলাই থেকে এ সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এজন্য কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ করে জমা দিতে হবে। এই ফরম জমা দেওয়ার পর যাচাই-বাছাই করে সদস্য করা হবে। তিন বছর পর পর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। গেলো কয়েক বছর আন্দোলন-সংগ্রামের পরিপ্রেক্ষিতে এই কার্যক্রম পরিচালনা হয়নি।
জেবি/এমকে