ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

অর্থের অভাবে মৃত্যুপথযাত্রী ফারহান, সুচিকিৎসায় প্রয়োজন ৪৫ লাখ টাকা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ , ০৮:২৮ পিএম


loading/img
সুলাইমান আহম্মেদ ফারহান

বাবা-মায়ের একমাত্র সন্তান সুলাইমান আহম্মেদ ফারহান। ৮ বছর বয়সেই জটিল এক রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুশয্যায় ফারহান। গত তিন মাস ধরে প্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত রাজধানীর সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ফারহান। 
তার বয়সী অন্য শিশুরা যখন দুরন্তপনায় ব্যস্ত, তখন তার দিন কাটছে রোগশয্যায়। সন্তানের এমন অবস্থা কিছুতেই মানতে পারছেন না তার বাবা-মা।সন্তানের প্রসঙ্গ এলেই ঢুকরে কেঁদে ওঠেন তারা। কীভাবে বাঁচাবেন সন্তানকে, চিন্তায় দিশেহারা। কলিজার টুকরো সন্তানকে বাঁচাতে যে অর্থ প্রয়োজন, তা তাদের সামর্থে্যর বাইরে। তারপরও শেষ চেষ্টাটুকু করে যেতে চান বাবা-মা।
ফারহানের বাবা রোহান জানিয়েছেন, ফারহানের বনমেরু থেকে রক্ত উৎপাদন বন্ধ হয়ে গেছে। যে কারণে ওকে প্লাটিলেট দিতে হচ্ছে সপ্তাহে দু-তিন ব্যাগ। ওষুধসহ সবকিছু মিলিয়ে সপ্তাহে গুনতে হচ্ছে ১৮ হাজার টাকা; যা গত দেড় মাস ধরে দিয়ে আসছি।তারপরও সে সুস্থ হয়ে উঠছে না। সাধ্যের সবটুকু দিয়ে ফারহানের চিকিৎসার চেষ্টা করে যাচ্ছি। সেই খরচ মেটাতে গিয়ে আমি এখন নিঃস্ব।
রোহান জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ভারতের ভেলোরে চেন্নাই সিএমসি হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে, যা খুবই ব্যয়বহুল। বোনমেরো ট্রান্সপ্লান্ট করার জন্য প্রয়োজন প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা। কিন্তু এত টাকা দিয়ে প্রাণপ্রিয় সন্তানের চিকিৎসা করানোর মতো সামর্থ্য  আমার নেই। একজন বাবা হিসেবে সবার কাছে আমার একটাই আবেদন, আপনাদের আর্থিক সহায়তার মাধ্যমেই আমার ছেলের সুচিকিৎসা হবে। তাই সমাজের বিত্তবান এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি।সবার, দোয়া, ভালোবাসা এবং আর্থিক সহযোগিতায় আমার আদরের সন্তান সুস্থ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।
সাহায্য পাঠাবার ঠিকানা-

বিজ্ঞাপন

বিকাশ পারসোনাল নাম্বার-০১৭১৬৩০৮৯০৯ নগদ পারসোনাল নাম্বার-০১৬৭৬৬০৮৬০২। 
মো. সুমন মিয়া অগ্রনী ব্যাংক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, একাউন্ট নাম্বার- ০২০০০০২৪৭৯৬৬৮ । 
ডাচ্-বাংলা ব্যাংক লিঃ, সুমন মিয়া/SUMON MIA, শাখা - Dholaikhal (ধোলাইখাল)একাউন্ট নাম্বার- ৩০৫-১৫৮-০০১৬৪৩২। 
এই ঠিকানার মাধ্যমে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন অসহায় এই বাবা।   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |