ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

মান্দায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৬

নওগাঁ প্রতিনিধি : আরটিভি নিউজ

শনিবার, ২৭ আগস্ট ২০২২ , ১২:৫৮ পিএম


loading/img

নওগাঁর মান্দায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আতিকুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। আতিকুরকে গুরুতর আহত অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত আতিকুর  রহমান উপজেলার হাজি গোবিন্দপুর গ্রামের মোজাহার আলীর ছেলে। মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাসনিম হোসেন আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসক জানিয়েছেন, এ ঘটনায় মোট ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হাজিগোবিন্দপুর গ্রামের আবদুর রহমানের ছেলে আইনুল হক (৫০) এবং দেলুয়াবাড়ি গ্রামের আবদুল মজিদের ছেলে মেহেদী হাসান (২৫) নামে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে উপজেলার চকমানিক গ্রামের মকসেদ আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (২৮)।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হাজি-গোবিন্দপুর গ্রামের আক্কাস আলীর ছেলে জিল্লুর রহমান (৩৮) ও একই এলাকার মোস্তফা কামালের ছেলে ফিরোজ হোসেন(২৮) এবং কুশুম্বা প্রামের নাজির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(২৭) প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ সম্পর্কে মান্দা থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের একাধিক হতাহত হয়েছে।  পরে রাত ১১টার দিকে দেলুয়াবাড়ি গ্রামের মেহেদী হাসান ও আব্দুল মজিদ এবং চককানু গ্রামের রায়হান নামে তিনজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |