গেমস খেলায় বাধা দেওয়ায় লাঠির আঘাতে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবাইলে গেমস খেলায় বাধা দেওয়ায় প্রতিবেশীর লাঠির আঘাতে আসাদ খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের মৃত ইদন খার ছেলে।
নিহতের স্ত্রী হনুফা বেগম জানান, প্রতিবেশী নুরজুমানের ছেলে শাহীন তাদের বাড়ির পেছনে প্রায়ই মোবাইলে গেমস খেলে। আজ সকালে আসাদ খান বাজার থেকে ফিরে দেখতে পান বখাটে শাহীন তার বাড়ির পেছনে মোবাইলে গেমস খেলছে।
এ সময় তিনি তাকে অন্যত্র গিয়ে খেলতে বললে বখাটে শাহীন ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন