হারমানপ্রিত কৌরের মহাকাব্যিক ১৭১ রানের ইনিংসের ওপর ভর করে অস্ট্রোলিয়াকে ৩৬ রানে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। এ নিয়ে প্রথমবারের মতো নারীদের সবচে’ মর্যাদাকর টুর্নামেন্টের ফাইনালে উঠলো এশিয়ার এ ক্রিকেট পরাশক্তি।
ডার্বিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৮১ রানের বড় স্কোর গড়ে ভারত। তবে সূচনাটা একদমই ভালো হয়নি টিম ইন্ডিয়ার। দলীয় ৩৫ রানে দু’উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। তবে অধিনায়ক মিতালি রাজকে নিয়ে সেই বিপর্যয় কাটিয়ে ওঠেন হারমানপ্রিত কৌর। দলীয় ১০১ রানে ব্যক্তিগত ৩৬ করে অধিনায়ক ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন কৌর।
পরে তাকে এসে সঙ্গ দেন দীপ্তি শর্মা। ব্যক্তিগত ২৫ করে তিনি ফেরার আগে বড় রান গড়ার শক্ত ভিত পেয়ে যায় শিরোপা প্রত্যাশী দলটি। শেষ পর্যন্ত ২৮১ রানে থামে ভারতের ইনিংস। একরকম দলকে একাই টেনে নিয়ে যাওয়া কৌর ১৭১ রানে অপরাজিত থাকেন। ১১৫ বলে ২০ চার ও ৭ ছক্কায় মহাকাব্যিক ইনিংসটি সাজান এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।
অজিদের হয়ে স্কুট, গার্ডনার, বিমস ও ভিলানি নেন ১টি করে উইকেট।
জয়ের জন্য ব্যাট করতে নেমে মাত্র ২১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এলিস পেরি ও এলিস ভিলানি সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন। তবে দলীয় ১২৬ রানে ভিলানি ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিরা। শেষ পর্যন্ত সবক’টি উইকেট হারিয়ে ২৪৫ রান তুলতে সক্ষম হয় তারা। দলের হয়ে ব্ল্যাকওয়েল ৯০, ভিলানি ৭৫ ও পেরি করেন ৩৮ রান।
ভারতের হয়ে দীপ্তি শর্মা নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট নেন শিক্লা পান্ডে ও ঝুলান গোস্বামী।
ম্যাচসেরা হয়েছেন হারমানপ্রিত কৌর।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। আসছে ২৩ জুলাই লর্ডসে এ হাইভোল্টেজ ফাইনাল হবে। খেলা শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
ডিএইচ