ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

জলাশয় থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩১ আগস্ট ২০২২ , ১১:২৩ এএম


loading/img

সাতক্ষীরা শহরতলীর বকরচরা এলাকার বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ইয়াছিন আলী (৩৮) শহরের সুলতানপুর আতির আমবাগান এলাকার শাহবাজ আলীর ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বকরচরা মাছের ঘেরের দক্ষিণ পাশের বাইপাস সড়কের ওপর রক্ত ও  একটি জুতা দেখে পথচারীরা ভিড় জমায়। এ সময় তারা বাইপাস সড়কের পাশে একটি জলাশয়ে ইয়াছিনের গলাকাটা মরদেহ দেখে পুলিশকে সংবাদ দেন। পরে ঘটনাস্থল থেকে আজ বুধবার সাড়ে ৮টার দিকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য স্থান থেকে ধরে এনে বাইপাস সড়কের ওপর গলা কেটে খুনের পর মরদেহ জলাশয়ে ফেলে দিয়েছে।

তিনি আরও জানান, ইয়াছিনের গলাকাটা মরদেহ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |