বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রীদের আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার সময় উত্ত্যক্ত করত গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের সেকেন্দার মৃধার ছেলে ইজিবাইকচালক সোহাগ মৃধা।
গতকাল বিকেলে স্কুল ছুটির পর ছাত্রীরা নাগার সড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় সোহাগ তাদের উত্ত্যক্ত করে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ইজিবাইকচালক সোহাগকে ধরে স্কুলে আটক রাখে। পরে স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে জানালে, তিনি স্কুলে উপস্থিত হন। সেখানে আদালত বসিয়ে সোহাগকে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.মান্নান, এসআই আলী হোসেন, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চাঁনসহ অন্যরা। আজ তাকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।