সরকার দলীয় সন্ত্রাস ও পুলিশের নগ্ন হামলা এবং নারায়নগঞ্জ জেলায় পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় চাঁদপুরেও জেলা বিএনপি সমাবেশ করেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) শনিবার বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন খান বাবুল, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসের মাঝি, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা ছাত্রদল সভাপতি ইমাম হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমুস সালাম, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশিদ প্রমুখ।