রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিকেল ইন্সটিটিউটের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. এজাবুর আলম।
রোববার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ সুইডেন পলিটেকনিকেল ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে সোমবার (৫ সেপ্টম্বর) ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় সুইডেন পলিটেকনিকেল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। তারা অভিযুক্ত শিক্ষক মো. এজাবুর আলমের (৩৫) বিচার দাবি করেছেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষক মো. এজাবুর আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। তিনি এর আগেও ছাত্রীদের সঙ্গে খারাপ আচারণসহ কুপ্রস্তাব দিতেন। তার জন্য অনেক শিক্ষার্থী ক্যাম্পাসও ছেড়ে চলে গেছে। সম্প্রতি এ ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করছি তদন্ত কমিটি সুষ্ঠু তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেবে এবং শিক্ষকের উপযুক্ত বিচার হবে। যদি এ রকম কিছু না হয় তাহলে আরও কঠোর আন্দোলনে নামবে বলেও জানান শিক্ষার্থীরা ।
এদিকে সোমবার ( ৫ সেপ্টম্বর) তদন্ত কমিটির আহ্বায়ক ওমর ফারুক ভিকটিম ছাত্রীকি প্রমাণাদি জমা দিতে বলেছেন।
ওমর ফারুক জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।