ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী নিহত 

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ , ০৯:০০ পিএম


loading/img

চাঁদপুরের কচুয়া উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী। এ সময় তাদের বহনকারী সিএনজিকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়া-গৌরিপুর সড়কের সাচারের হাটমুড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাবিকুন্নাহার (২৪) ও ওয়াজউদ্দিন (৩০) উপজেলার বারৈয়ারা মোল্লা বাড়ির বাসিন্দা। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হন। 

বিজ্ঞাপন

নিহতের ছোট ভাই রবিউল্ল্যাহ বলেন, গত বছর প্রবাস থেকে ফিরে বারৈয়ারা উত্তরপাড়া নজরুল ইসলামের মেয়ে সাবিকুন্নাহারের সঙ্গে তার বিয়ে হয়। আজ শনিবার বিকেলে সাচার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে একটি ট্রাক আমার ভাই-ভাবির প্রাণ কেড়ে নেয়। আমার ভাবি আট মাসের অন্তঃসত্ত্বা ছিল।

সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |