ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ঘরের দেয়াল ধসে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ছোট ভাই

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ , ১০:৩৭ এএম


loading/img

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।

বিজ্ঞাপন

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার দিঘধা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি উপজেলার দিঘধা গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. নাঈম হোসেন (২৯)। আহত হন তারই ছোট ভাই মো. নাদিম। 

বিজ্ঞাপন

জানা গেছে, দিঘধা গ্রামের কাচারি মোড় এলাকায় নাঈমদের দুটি মাটির ঘর। এক ঘরে বাবা-মা অন্য ঘরে থাকতেন দুই ভাই। প্রতিদিনের মতো রাত ১১টার দিকে তারা ওই ঘরে ঘুমাতে যান। পরে রাত ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে ঘরের দেয়াল। এ সময় মাটির একটি বড় খণ্ডের নিচে চাপা পড়ে নাঈম। ভাগ্যক্রমে বেঁচে যায় নাদিম। এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে নাঈমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ সময় নাদিমকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান বলেন, এ খবর পেয়ে রাত ১২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে যাই। এ সময় নাদিম একটি বড় মাটির খণ্ডের নিচে চাপা পড়ে ছিল। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |