ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ছাত্রের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ অক্টোবর ২০২২ , ০৯:৫৪ পিএম


loading/img
নিহত ছাত্র হৃদয়

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় হৃদয় (১৮) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভৌরাচালা এলাকায় একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার বড় কাঞ্চনপুর (ফকিরচালা) এলাকার ওয়াসিমের ছেলে। সে বড় গোবিন্দপুর  ফালু পালোয়ান উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

বিজ্ঞাপন

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হৃদয় সন্ধ্যার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে ভৌরাচালা বাজারে যাচ্ছিল। কিন্তু বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ধাক্কা দিলে হৃদয় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কালিয়াকৈর থানার পুলিশের তদন্ত ওসি আবুল বাসার জানান, দুর্ঘটনার খবর শুনেছি। তবে, মারা গেছে কিনা এখনও জানতে পারেনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |