ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সম্পত্তি নিয়ে বিরোধ : ছোট ভাইকে পুড়িয়ে হত্যার চেষ্টা

সিটি রিপোর্টার, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ , ০২:৪৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বড় ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

রোববার (৯ অক্টোবর) মধ্যরাতে কেরানীগঞ্জের আলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ছোট ভাই জিমি আলী বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে। 

বিজ্ঞাপন

জানা গেছে, জনি ও জিমি সম্পর্কে আপন দুই ভাই। তারা দক্ষিণ কেরানীগঞ্জের আলিনগর এলাকার মৃত তাহের আলীর সন্তান।

এই ঘটনায় জিমি আলীর স্ত্রী পপি বেগম বাদী হয়ে বড় ভাই জনি ও তার স্ত্রী লিজাকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জনি ও জিমি দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি জেরে কয়েক বছর ধরে বিরোধ চলছিল। রোববার রাত ১২টার দিকে খাবার শেষ করে জিমি ও তার স্ত্রী পপি ঘুমিয়ে যান। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে জানালার পর্দায় আগুন জ্বলতে দেখে দ্রুত ঘুম থেকে উঠে তা নিভানোর চেষ্টা করেন তারা। এ সময় আগুন আগুন বলে চিৎকার করলে পাশের বাসায় আগে থেকেই লুকিয়ে থাকা জনি ও তার স্ত্রী আগুন লাগানো অবস্থায় একটি মোটা কাঁথা জিমির শরীরের দিকে ছুড়ে মারেন। এতে জিমি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় জিমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।

বিজ্ঞাপন

ভাড়াটিয়া রুনিয়া বেগম জানান, মধ্যরাতে আগুনের চিৎকারের শব্দ শুনে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিবারে সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

ভাড়াটিয়া আশিক বলেন, আগুনের পরিমাণ বাড়তে থাকায় ঘরের দরজা ও থাইগ্রাস ভেঙ্গে তাদের উদ্ধার করা হয়েছে। বাড়ীর মালিক জিমি ভাইসহ তার দুই বাচ্চা ও তার স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে আমি নিজেও পুড়ে গেছি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের আটকের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |