ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ , ০৩:০১ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় চিকিৎসক দম্পতির পিতা শীতল দেবনাথ (৭০) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে শহরতলীর দাড়িয়াপুর রেল সেতুর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তিনি শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার খোকন দেবনাথের বাবা। 

পরিবারের সদস্যরা জানায়, শীতল দেবনাথ আলঝেইমারস নামক রোগে আক্রান্ত ছিলেন। এতে তিনি কোনোকিছু মনে রাখতে পারতেন না এবং কাউকে চিনতেন না। বৃহস্পতিবার বিকেলে তিনি সকলের অজান্তে ঘর থেকে বেরিয়ে যান। তাকে অনেক খুঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে ট্রেনের ধাক্কায় মৃত্যুর খবরটি জানতে পেরে মরদেহ বাসায় নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল লাইনের পাশ থেকে শীতল দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন, তা জানা যায়নি। পরে পরিবারের লোকজন ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করে এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যায়।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |