ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

‘নুসরাতের চরিত্র নিয়ে মিথ্যাচার করছে’

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৬ অক্টোবর ২০২২ , ০৯:১১ পিএম


loading/img

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় আদালতের রায় ঘোষণার প্রায় তিন বছর পর একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে নুসরাতের চরিত্র নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন তার ভাই মাহমুদুল হাসান। 

বিজ্ঞাপন

রোববার (১৬ অক্টোবর) সকালে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মাহমুদুল হাসান বলেন, আমার বোন নুসরাত ছিল মেধাবী ও প্রতিবাদী স্বভাবের। ২০১৯ সালের ৬ এপ্রিল তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে শুয়ে ওই ঘটনার বর্ণনা দেয় সে। আমি নুসরাতের বক্তব্য মুঠোফোনে রেকর্ড করি। এমনকি আমার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে (আইসিইউ) যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তখনও ডাক্তারের কাছে এ ঘটনার বর্ণনা দিয়ে মৃত্যুকালীন জবানবন্দি দেয়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা নিয়ে নির্লজ্জ মিথ্যাচারে নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ভিডিও কনটেন্ট প্রচারের মাধ্যমে আমাদের পরিবারকে হেয়প্রতিপন্ন করছে। একই সঙ্গে ভয়ভীতি দেখাচ্ছে।  এ কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। 

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহানকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেন। পরে ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |