ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

একদিনে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ , ০৫:৫৬ পিএম


loading/img

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে তিনজন মারা গেছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৫২৮ জন ঢাকার এবং বাইরের ৩৭২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ২২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছর এখন পর্যন্ত ২৬ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬১২ জন। মারা গেছেন ৯৯ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |