ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে স্কুলছাত্রীকে কুপ্রস্তাব

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ অক্টোবর ২০২২ , ১২:৪৯ পিএম


loading/img

নেত্রকোণার মদন উপজেলায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার দুই দিন আগে প্রশ্নপত্র দিয়ে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

রোববার (২৪ অক্টোবর) তার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতোমধ্যে পরীক্ষার প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম সোহেল মিয়া। তিনি উপজেলার মাঘান ইউনিয়নের চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমিতে কর্মরত।

বিজ্ঞাপন

জানা গেছে, ওই একাডেমিতে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা চলমান। রোববার দুপুর ২টায় বিদ্যালয়ে গণিত সৃজনশীল পরীক্ষা হওয়ার কথা ছিল। গত শুক্রবার রাতে এক স্কুলছাত্রীর কাছে ওই পরীক্ষার প্রশ্নপত্র পাঠিয়েছেন প্রধান শিক্ষক। বিনিময়ে ছাত্রীকে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দেন তিনি। 

এদিকে বিষয়টি স্কুলছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়। পরে ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্নপত্রটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পাশাপাশি ওই শিক্ষকের শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই বলেন, গত শুক্রবার রাতে প্রধান শিক্ষক সোহেল আমার বোনকে ফোনে কল দিয়ে কথা বলার পর ইমু নম্বরে গণিত পরীক্ষার প্রশ্ন পাঠান। এর বিনিময়ে আমার বোনের সঙ্গে অনৈতিক মেলামেশার প্রস্তাব দেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রোববার বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের কক্ষে সময় না দিলে পরীক্ষার খাতায় নম্বর দেবেন না বলে হুমকিও দেন। ভয় পেয়ে আমার বোন বিষয়টি জানান।

অভিযোগ বিষয়ে সোহেল মিয়া বলেন, কে বা কারা আমার ইমু নম্বর থেকে প্রশ্নপত্রটা ওই ছাত্রীর কাছে পাঠিয়েছে, জানি না। তবে প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি সমাধানের জন্য স্থানীয়দের সঙ্গে কথা বলছি।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা শাহরীন বলেন, এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে, তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |