ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাংবাদিককে হুমকি, থানায় হিরো আলম

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ , ০৮:৩৭ এএম


loading/img

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় স্থানীয় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে থানায় ডাক পড়েছিল আশরাফুল আলম ওরফে হিরো আলমের। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে তিনি নন্দীগ্রাম থানায় হাজির হন। এ সময় তদন্ত কর্মকর্তার সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলে চলে যান তিনি।

নন্দীগ্রাম থানা পুলিশ জানান,  স্থানীয় গণমাধ্যমকর্মী এমদাদুল হক হিরো আলম ও তার সাবেক স্ত্রী নুসরাত জাহান জিমুকে নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। এ নিয়ে গত ২৭ জুলাই হিরো আলম তাকে মুঠোফোনে হুমকি দিয়েছেন-এমন অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। পরে বুধবার বিকেলে নন্দীগ্রাম থানায় যান হিরো আলম। এ সময় প্রায় ঘণ্টাখানেক ওই অভিযোগ নিয়ে তার সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

হিরো আলম জানান, পাবনায় শুটিংয়ের কাজ শেষ করে নন্দীগ্রাম থানা গিয়েছিলাম। সাধারণ ডায়েরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। 

অভিযোগ দেওয়া সাংবাদিক এমদাদুল হক বলেন, আমি থানায় জিডি করেছি। যা হবার আদালতে হবে।

তদন্তকারী কর্মকর্তা এটিএম রফিকুল ইসলাম জানান, তদন্তের স্বার্থেই দুজনকে ডাকা হয়েছিল। তাদের বক্তব্য আমরা শুনেছি। পরবর্তীতে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, হিরো আলমের বিরুদ্ধে দায়ের হওয়া সাধারণ ডায়েরির তদন্তের বিষয়ে তাকে থানায় ডাকা হয়েছিল। কথা বলে চলে গেছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |