ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুর দিয়ে কলেজছাত্রীর গাল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ গেটে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি হলেন- গফরগাঁও ইউনিয়নের উথুরা শিবগঞ্জ বাজার এলাকার কবীর হোসেনের ছেলে জাহিদ হোসেন (১৮)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল জাহিদ। এতে ভুক্তভোগী ছাত্রী রাজি না হওয়ায় শনিবার সকালে কয়েকজন বখাটেকে সঙ্গে নিয়ে কলেজ গেটে অবস্থান নেন জাহিদ। এ সময় ওই ছাত্রী কলেজ গেটে আসলে পথরোধ করে ধারালো ক্ষুর দিয়ে তার মুখ কেটে দেন জাহিদ। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী কলেজছাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।