ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

৩৬ ঘণ্টা পর রংপুরে বাস চলাচল শুরু

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৯ অক্টোবর ২০২২ , ০৮:২০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষ হওয়ার পর থেকেই বাস চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ অক্টোবর) রাতে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। এর আগে, একই দিন বেলা ১১টা ৪০ মিনিটে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশে শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে লক্ষাধিক নেতাকর্মী যোগ দিয়েছিলেন। এ সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।

জানা গেছে, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর শনিবার দুপুরে রংপুর বিভাগীয় শহরে দলটির চতুর্থ সমাবেশ হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সমাবেশ শেষে নগরীর বাস টার্মিনাল, মেডিকেল মোড়, সাতমাথা ও মডার্ন মোড় এলাকা থেকে বাস চলাচল শুরু হয়েছে।

রংপুর জেলা মটরমালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক বলেন, মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ও রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল বন্ধ ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে এসব যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |