ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বরযাত্রী রেখে গাড়ি ছাড়ায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩০ অক্টোবর ২০২২ , ০২:৪৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নড়াইলে বিয়ের বরযাত্রীর লোকজন রেখেই গাড়ি ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৩০ অক্টোবর) সকালে সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, শুক্রবার বাগডাঙ্গা গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে নয়ন মোল্লার বিয়েতে তার পরিবারের লোকজন ছাড়াও গ্রামের মিনাবাড়ির লোকজন বরযাত্রী হিসেবে যায়। খাওয়াদাওয়া শেষে অধিকাংশ বরযাত্রী গাড়িতে চড়ে বাড়ি ফিরলেও মিনাবাড়ির কয়েকজন বিয়ে বাড়ি থেকে যায়। এ নিয়ে মোল্লা বংশ ও মিনাবাড়ি মধ্যে বাগবিতণ্ডা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার জের ধরে রোববার সকালে মোল্লা বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে মিনাবাড়ির লোকজনদের ওপর চড়াও হন। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তিন নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

এ ব্যাপারে সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |