জমি লিখে দিতে অস্বীকার করায় বেলায়েত হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে হাতুড়িপেটা করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে ও ছেলের স্ত্রী। ঘটনাটি ঘটেছে যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ায়।
গুরুতর আহত অবস্থায় বেলায়েত হোসেনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বৃদ্ধের স্ত্রী সুলতানা বেগম বলেন, তার ছেলে সুমন হোসেন চাকরি সূত্রে ঢাকাতে থাকেন। পুত্রবধূ শ্রাবণী ইসলাম লাবনী তাদের সঙ্গে থাকেন। লাবনী প্রায় দিন সকালে বাড়ি থেকে বের হয়ে গভীর রাতে বাড়িতে ফেরে। বিষয়টি একাধিকবার ছেলে সুমনকে জানালেও কোনো ফল হয়নি। উল্টে তারা নির্যাতনের শিকার হয়েছেন। সম্প্রতি সুমন ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। এরপর থেকে প্রতিদিন তার ও স্ত্রীর নামে বাড়িসহ জমি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল।
মা সুলতানা বেগম আরও বলেন, রোববার সুমন জানায়, তিনি স্ত্রীকে নিয়ে বাড়িতে একা বসবাস করবেন। বাবা-মাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় বেলায়েত হোসেন বাড়ি ছাড়তে অস্বীকার করলে স্ত্রী লাবনীকে সঙ্গে নিয়ে তাকে এলোপাতাড়ি হাতুড়িপেটা করে। পরে স্থানীয়রা ৯৯৯ ফোন করলে চাঁচড়া ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চাঁচড়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, এ ঘটনায় মা সুলতানা বেগম ছেলে ও ছেলের স্ত্রীর নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।