ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিএনপির গণসমাবেশ শেষ হওয়ার আগেই বাড়ির পথে নেতাকর্মীরা 

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৫ নভেম্বর ২০২২ , ০৪:৫৭ পিএম


loading/img

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ বঙ্গবন্ধু উদ্যানে চলছে। তবে দূর থেকে আসা বেশকিছু নেতাকর্মী সমাবেশ শেষ হওয়ার আগেই বাড়ি ফিরে যাচ্ছেন।

বিজ্ঞাপন

শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ শুরু হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত। ইতোমধ্যে সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।

সরেজমিনে দেখা গেছে, পটুয়াখালী, ঝালকাঠি ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেতাকর্মীরা খোলা ট্রাকে করে গন্তব্যে ফিরে যাচ্ছেন। এ সময় যানবাহন না পেয়ে অনেকেই হেঁটে বাড়ির পথে রওনা হয়েছেন।

এদিকে নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে সমাবেশ করছে বিএনপি। ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের পর শনিবার (৫ নভেম্বর) বরিশালে গণসমাবেশ করছে দলটি। বরিশালে এটি পঞ্চম বিভাগীয় সমাবেশ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |