ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

প্রেমিকের সামনে বিষপান করে প্রেমিকার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ , ১২:০৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নে প্রেমিকের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে এক মাদরাসাছাত্রী।

বিজ্ঞাপন

সোমবার (৭ নভেম্বর) বিকেলে ওই ইউনিয়নের অম্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই গ্রামের আবদুল আউয়ালের মেয়ে নূরজাহান (১৪)। তিনি অম্বরপুর মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। অভিযুক্ত শাকিল উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

জানা গেছে, নূরজাহান ও শাকিলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ করে নূরজাহান থেকে বেশ কয়েক দিন ধরে শাকিল কিছুটা দূরত্ব বজায় রাখছিল। 

এদিকে সোমবার বিকেলে গ্রামের এক জায়গায় দুজনে দেখা করে। এ সময় শাকিল তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে সেখানেই বিষপান করে নূরজাহান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর এক কবিরাজের কাছে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় প্রেরণ করে। পথিমধ্যে নূরজাহান মারা যান।

এ বিষয়ে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সৈকত দাশ গুপ্ত জানান, সোমবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |