ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহী 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ , ০৪:৩৫ এএম


loading/img

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পথচারীও গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত একজন হলেন নুরে আলম (২৫), তিনি সাঘাটা উপজেলার কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের ছেলে। আরেকজন হলেন রনি মিয়া (২৭), তিনি ছাট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে কচুয়া বাজার থেকে ভরতখালি যাচ্ছিলেন নুরে আলম ও রনি মিয়া। তখন কচুয়া বাজারের সিএনজি স্ট্যান্ডের কাছাকাছি আবুল হোসেন নামের এক পথচারী হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। মোটরসাইকেলচালক ওই পথচারীকে বাঁচাতে গিয়ে ছিটকে রাস্তার পাশে পড়েন। এতে মোটরসাইকেল আরোহী নুরে আলম ঘটনাস্থলেই ও রনি মিয়া হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাছাড়া গুরুতর আহত পথচারী আবুল হোসেনকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রজব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মৃতদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |