ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গাইবান্ধায় হেরোইনসহ ‘ছাত্রলীগ’ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ , ১০:৫৮ পিএম


loading/img
কথিত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাসেল

গাইবান্ধার সুন্দরগঞ্জে হেরোইনসহ কথিত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করেছে গেয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাসেল উপজেলার মনমথ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

জেলা গেয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক গ্রাম হিরোইনসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাসেল ছাত্রলীগ কর্মী কি না, জানা নেই। হেরোইন বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

সুন্দরগঞ্জ পৌর আওয়ামী লীগের একাধিক নেতা জানান, রাসেল কখনও ছাত্রলীগ করেনি। ছাত্রলীগের সঙ্গে তার কোনো সর্ম্পক নেই। 

এদিকে রাসেল নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করেছেন। তার ফেসবুক প্রোফাইল এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, রাসেল দীর্ঘদিন নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছিল। এর আড়ালে সে মাদকব্যবসা করছিল।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেছ জানান, বৃহস্পতিবার বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |