ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আরটিভির সাংবাদিকের নামে মিথ্যা মামলা করায় প্রতিবাদ সভা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ , ০২:৪৬ পিএম


loading/img

আরটিভির হিলি প্রতিনিধি আব্দুল আজিজের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করায় প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকরা। এ সময় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় স্থানীয় প্রেসক্লাবে সংগঠনের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সৈয়দ মোস্তাফিজুর রহমান, রমেন বসাক, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, হালিম আল রাজী ও আব্দুল আজিজ।

স্থানীয় সাংবাদিকরা জানান, চলতি বছরের গত ১ অক্টোবর হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় অবৈধ মালামাল পাচার হওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করেন। এ সময় স্থানীয় পাসপোর্ট দালাল ও চোরাকারবারি মনির, তাহাকিক হাসান, রাজু, সুইট ক্ষিপ্ত হয়ে আরটিভির প্রতিনিধি আব্দুল আজিজের ক্যামেরা ছিনিয়ে নিয়ে হামলার চেষ্টা করেন। এ ঘটনায় সাংবাদিকরা থানায় জিডি করলে, চোরাকারবারি তাহাকিক হাসান আজিজের নামে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |