ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৯ নভেম্বর ২০২২ , ০৭:৩৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৯ নভেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ধর্মঘট শেষ হবার পর সুনামগঞ্জের পুরাতন বাসট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ডের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছিল বাস মালিকরা। এ কারণে সেই দাবিতে ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল। 

বিজ্ঞাপন

এ বিষয়ে সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ চার দফা দাবিতে আমরা দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছিলাম। নির্ধারিত কর্মসূচি পালন করেছি। 

উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |