সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ধর্মঘট শেষ হবার পর সুনামগঞ্জের পুরাতন বাসট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ডের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছিল বাস মালিকরা। এ কারণে সেই দাবিতে ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল।
এ বিষয়ে সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ চার দফা দাবিতে আমরা দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছিলাম। নির্ধারিত কর্মসূচি পালন করেছি।
উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।