চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মীরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ সীতাকুণ্ড পৌর এলাকার ১নং ওয়ার্ডের নুনাছড়া গ্রামের মদীন উল্লার ছেলে।
স্থানীয়রা জানান, বটতলা এলাকার একটি হোটেলে নাস্তা করছিলেন ইউসুফসহ কয়েকজন। এ সময় ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ইউসুফের ওপর হামলা করে। ইউসুফকে তারা এলোপাতারি কোপাতে থাকেন। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানিম জানান, সন্ধ্যা ৭টার দিকে ইউসুফ নামের একজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মাথা, ঘাড় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মীরেরহাট বটতলা এলাকায় ইউসুফ নামের এক যুবলীগ কর্মীকে একদল দুর্বৃত্ত কুপিয়েছে বলে খবর পাই। পরে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।