বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেবন ভারতীয় ৩৮ জনের ট্যুরিস্ট দল। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা থেকে ৩৮ জনের দলটি বাংলাদেশে আসে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত (ইনচার্জ) উপপরিদর্শক দেওয়ান মোর্শেদুল হক। এর আগে দুপুরে দলটি আগরতলা চেকপোস্ট হয়ে আখাউড়া ইমিগ্রেশনে আসেন। এ সময় দলটিকে সীমন্ত শূন্যরেখায় ফুল দিয়ে অভ্যর্থনা জানান ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের ইনচার্জ দীপক কুমার দাসসহ অন্যান্য ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
জানা গেছে, আগরতলা নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কার্যালয়ের উদ্যোগে ও আগরতা শ্যামলী এন আর ট্রাবেলসের আয়োজনে এই ট্যুরিস্ট দলটি বাংলাদেশর ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজারসহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন। এদিকে ট্যুরিস্ট দলটিকে নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়ছে।
ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের ইনচার্জ দীপক কুমার দাস জানান, ট্যুরিস্ট দলটির নিরাপত্তার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমানের নির্দেশে আমরা তাদের সার্বিক নিরাপত্তা জন্য নিয়জিত রয়েছি। তারা যেন বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো নির্বিঘ্নে উপভোগ করতে পারে তাই আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।