ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৮ নভেম্বর ২০২২ , ০৯:১৩ পিএম


loading/img

বরগুনার আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে বাসচাপায় ভাঙারি ব্যবসায়ী দুই ভাই নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, নূর আলম আকন (৩০) ও তার ছোট ভাই আবদুল্লাহ আকন (২৭)। তারা আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের ইসরাইল আকনের ছেলে।

বিজ্ঞাপন

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান জানিয়েছেন, আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের ইসরাইল আকনের ছেলে নূর আলম আকন ও তার ছোট ভাই আবদুল্লাহ আকন দীর্ঘ দিন ধরে বরিশালের চানমারী এলাকায় ভাঙারি ব্যবসা করত। সোমবার দুপুরে তারা নিজেদের ভ্যান চালিয়ে বরিশাল-আমতলী মহাসড়ক ধরে বাড়ি আসছিল। বাড়ির কাছাকাছি আসার পর মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে আলী মাস্টারের বাড়ির সামনে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিপরীতগামী কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রোমার পরিবহন ভ্যান গাড়িসহ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে। নিহতের চাচাত ভাই শাহিন আকন জানান, দুই ভাই বরিশালে ভাঙারি মালের ব্যবসা করত। অনেক দিন পর তারা বাড়ি আসছিল কিন্তু বাড়ির  মাত্র ৫০০ মিটার দূরত্বে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত দুই ভাইয়ের মা নূরজাহান বেগম আহাজারি করে বলছিল ‘মোর পোলা দুইডায় ঘরে আইতে পারে নাই। হ্যার মধ্যে হেগো বাসে চাপা দিয়া মাইর‌্যা হালাইছে। মোর বুকটা খালি অইয়া গ্যাছে। এহন মুই বাচমু ক্যামনে।’ একথা বলছিল আর বারবার জ্ঞান হারাচ্ছিল। বাবা ইসরাইল আকনও বারবার জ্ঞান হারাচ্ছিলেন। 

বিজ্ঞাপন

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |