ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় দা-কুড়াল দিয়ে তরুণীকে হত্যার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ , ০১:৪০ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সুমি আক্তার (২৩) নামে এক তরুণীকে কুড়াল ও দা দিয়ে কুপিয়েছে অজ্ঞাতপরিচয়ের এক যুবক। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের চকবাজার ব্রিজের পূর্বদিকে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত সুমি উপজেলার সোনারামপুর গ্রামের মাইনুদ্দিন মিয়ার মেয়ে। তিনি স্থানীয় বেসরকারি ক্লিনিক ইসলামী হাসপাতালে নার্স হিসেবে চাকরি করেন। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় সুমি হাসপাতাল থেকে ডিউটি শেষ করে বাড়ি যাচ্ছিলেন। পথে চকবাজার ব্রিজের সামনে অজ্ঞাত ওই যুবক ধারালো দা ও কুড়াল দিয়ে সুমিকে এলোপাতাড়ি কোপান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে ওই যুবক দা-কুড়াল ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা সুমিকে আহত অবস্থায় উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শরীরের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করেছে। ঘটনার তদন্তের পাশাপাশি অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত সুমিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |