ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ , ০৮:৩৭ এএম


loading/img

বিস্ফোরক মামলায় পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে পাবনার সদর থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ২০ নভেম্বর বিকেলে শহরের খেয়াঘাট এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন নাশকতা সৃষ্টির অপচেষ্টার অভিয়োগে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাতজনের নাম উল্লেখসহ ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন পুলিশ।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার জানান, সেদিনের ককটেল বিস্ফোরণের অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’। আর সেই মিথ্যা মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম জানান, আনিসুল হক বাবুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |