রাজধানীর মোহাম্মদপুরে কবরস্থানের ঝোপ থেকে মস্তকবিহীন এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
ছয় মাস বয়সী ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় ও বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ জানায়, মোহাম্মদপুর বধ্যভূমির বাউন্ডারির বাইরে কবরস্থানের ঝোপ থেকে এক শিশুর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। তবে শিশুটির দুই হাতের কিছু অংশ এবং দুই পায়ের অংশ পাওয়া যায়নি। মরদেহের অংশবিশেষও পচনশীল ছিল।
ওসি আবুল কালাম আজাদ বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।